অনুপমের সুরে রেখাচিত্র
সত্রাজিত সেন পরিচালিত ‘মাই-খেল’ ছবিতে সংগীতপরিচালক হিসেবে কাজ করছেন অনুপম রায়। আর এই ছবির একটি গানে তার সুর ও সংগীতায়োজনে গাইবেন বিশাল ভরদ্বাজের স্ত্রী রেখাচিত্র ভরদ্বাজ। এই গানের মাধ্যমে প্রথমবারের মতো কলকাতার কোন ছবিতে কণ্ঠ দিতে চলেছেন রেখাচিত্র। ছবিতে নায়ক হিসেবে থাকছেন মীরাক্কেলের উপস্থাপক মীর।
এ প্রসঙ্গে অনুপম বলেন, ‘এই গানের পুরো ক্রেডিট সত্রাজিত সেনের। তিনিই রেখা দিদিকে এই ছবিতে গান গাইতে রাজি করিয়েছেন। হঠাৎ একদিন সত্রাজিত দা আমাকে আর রেখাদিকে নিয়ে মিটিং করেন। সেদিনই সবকিছু চূড়ান্ত হয়।’
এদিকে সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ শিরোনামের একটি বলিউডি ছবিতে সংগীতপরিচালক হিসেবে কাজ করতে যাচ্ছেন অনুপম।
মন্তব্য চালু নেই