যুক্তরাষ্ট্রে কালো মানুষদের স্থান নেই : অ্যাকন

পাঁচ বার গ্র্যামি পুরস্কার জেতা মার্কিন পপ তারকা অ্যাকন বলেছেন, যুক্তরাষ্ট্রে কালো মানুষদের কোনো স্থান নেই। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন।

জনপ্রিয়তার মাপকাঠিতে বিচার করলে, জীবন্ত পপ তারকাদের মধ্যে অ্যাকনের অবস্থান র্শীষে। সারা বিশ্বে তার গাওয়া গান নিয়ে ৩৫ মিলিয়ন কপি রেকর্ড বিক্রি হয়েছে। শুধু সংগীত শিল্পী হিসেবে নয়, সমাজ সেবক হিসেবেও আলাদা পরিচয় রয়েছে অ্যাকনের। ‘অ্যাকন লাইটিং আফ্রিকা’ নামের একটি প্রজেক্টের মাধ্যমে বিশ্বের ৪৯টি দেশে ২০২০ সালের মধ্যে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার মহান ব্রত নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আল জাজিরার মুখোমুখি হয়েছিলেন অ্যাকন। সেখানে যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্য নিয়ে খোলামেলা কথা হয়। এ সময় অ্যাকন বলেন, ‘যুক্তরাষ্ট্র কালো মানুষদের বসবাসের জন্যে অনুপযোগী। এখানে তাদের কোনো স্থানি নেই।’

তিনি আরো বলেন, ‘অনেকেই যুক্তরাষ্ট্রে বসে আফ্রিকার অবস্থা পরিবর্তনের কথা বলেন, যা অনেকটা পাঁচ তারকা হোটেলে বসে কথা বলার মতো। তারা আসলে এসবের মাধ্যমে সরকারে কাছ থেকে আর্থিক সুবিধা আদায়ে ব্যস্ত থাকে।’



মন্তব্য চালু নেই