কিউবার ‘স্ট্রিট আর্ট’ নিয়ে মার্কিন ‘স্ট্রিট ফটোগ্রাফি’

যারা আন্তর্জাতিক রাজনীতির খবরাখবর রাখেন তারা জানেন কিউবা আর যুক্তরাষ্ট্র অর্ধশত বছরেরও বেশি সময় পর এই সেদিন বন্ধুত্বের সম্পর্কে উপনীত হয়েছে। এটা অনেক জটিল হিসেবে নিকেশে আসা কূটনৈতিক সমঝোতা যার বাণিজ্যিক গণিতের সঙ্গে শিল্পীদের কোন সম্বন্ধ নেই। জেনে আশ্চর্য হবেন ওবামা আর রাউল কাস্ত্রো হাত মেলাবার বহু আগেই হাত মিলিয়েছেন কিউবা যুক্তরাষ্ট্রের শিল্পীরা এবং যৌথভাবে আয়োজন করেছিলেন অসংখ্য প্রশংসনীয় শিল্পপ্রদর্শনীর।

তারই ধারাবাহিকতায় ২০১১ সালের ১১ এপ্রিল জনসাধারণের জন্যে দৃষ্টিনন্দন ‘স্ট্রিট আর্ট’ বা পথশিল্প উন্মুক্ত করা হয় কিউবার রাজধানী হাভানার রাস্তায় এবং তাকে ফোকাসে রেখে তোলা দারুণ সব ‘স্ট্রিট ফটোগ্রাফ’ বা পথ আলোকচিত্রকে ছড়িয়ে দেয়া সারা বিশ্বে। এই পথশিল্পগুলো কিউবার শিল্পীদের আঁকা, পথ আলোকচিত্রগুলা মার্কিন আলোকচিত্র শিল্পীদের তোলা। চলুন দেখে নিই হাভানার দেয়ালে দেয়ালে শোভা পেতে থাকা এইসব পথশিল্প আর তাকে কেন্দ্র করে ধারণকৃত পথ আলোকচিত্রগুলোর একাংশ। আর অনুধাবন করি, শিল্পীরা পৃথিবীর মানুষকে যে তারকাঁটাবিহীন পৃথিবী উপহার দিতে চান তার নিগূঢ় দর্শন। স্ট্রিট ফটোগ্রাফি২

envyisworstforsorcerers

flordeRegla

manwithshadows

Mureleandomasthead

NgangaaChango

sportistherightofthepeople



মন্তব্য চালু নেই