জবিতে উদযাপিত হল সরস্বতী পূজা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে রবিবার বিভিন্ন বিভাগের ২৯টি পূজা মন্ডপে পূজা উদযাপন করে শিক্ষার্থীরা।

এছাড়া বিকালে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে দেশ গঠনে ঐকব্যদ্ধ হতে হবে। আর সরস্বতী পূজায় অন্যান্য বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ভবিষতেও এ ধারা অব্যাহত থাকবে।



মন্তব্য চালু নেই