সাতক্ষীরায় আন্তর্জাতিক ধাত্রী দিবস উদযাপন

সাতক্ষীরায় ১ম বারের মতো আন্তর্জাতিক ধাত্রী দিবস উদযাপন করা হয়েছে। “অতীতের যে কোন সময়ের চেয়ে এখন বিশ্বে ধাত্রীর প্রয়োজন বেশী” এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকাল ৯ টায় সাতীরা নাসিং ইনস্টিটিউট এর আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে ইনস্টিটিউট এর কন্সফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতীরা সিভিল সার্জন। বিশেষ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতীরা মেডিকেল কলেজের অধ্য, সদর হাসপাতালের আরএমও। আলোচনা সভায় বক্তারা মাননীয় প্রধান মন্ত্রীর প্রতিশ্রতি মোতাবেক এবং বাংলাদেশ মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার রোধকল্পে ২০১৫ সালের মধ্যে ৩৫০০ প্রশিতি দ মিডওয়াইফ তৈরির লে ৬মাস মেয়াদী পোস্ট বেসিক মিডওয়াইফারী প্রোগ্রাম এবং ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারী প্রোগ্রাম নাসিং ইন্সটিটিউট সমূহে শুরু করার জন্য ডিএনএন এবং বিএনসিকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের মাতৃমৃত্যু হার কমানোর জন্য সবাই একযোগে কাজ করার প্রতিশ্রতি ব্যক্ত করেন। এসময় নাসিং ইন্সটিটিউট সাতীরার সকল শিক-শিকিা, শিার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই