নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ছয় আসামির নজর রাখতে ভোমরা ইমিগ্রেশনে জরুরী বার্তা

বর্তমান সময়ে দেশের বহুলালোচিত নারায়নগঞ্জের সেভেন মার্ডারের মুল পরিকল্পনাকারি নুর হোসেনসহ ছয়জন সন্দেহভাজন যাতে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনে বিশেষ সতর্কতা জারী করা হয়েছে। গোয়েন্দা পুলিশের সদর দপ্তর ঢাকা থেকে ভোমরা ইমিগ্রেশন দিয়ে মোস্ট ওয়ান্টেড ওই ছয়জন যাতে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য এক জরুরী বার্তাও দেওয়া হয়েছে। ভোমরা ইমিগ্রেসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ পরিদর্শক ) শহীদ হাসান ঘটনা নিশ্চিত করে বলেন, নারায়নগঞ্জ সেভেন মার্ডারের মোস্ট ওয়ান্টেড নুর হোসেনসহ ছয়জন যাতে কোনোভাবেই ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য এক বিশেষ বার্তায় তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত ২ মে একটি চিঠি গোয়ান্দা পুলিশের সদর দপ্তর থেকে ভোমরায় এসে পৌছেছে। এরপর থেকে ইমিগ্রেশন পুলিশ সকল পাসপোর্ট যাত্রীদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই