সোনালি রাউতের সেই নগ্ন ছবি অনলাইনে (ভিডিওসহ)
টেলি রিয়ালটি শো বিগ বসের প্রতিযোগী সোনালি রাউতের একটি উত্তেজক ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। ছবিতে উর্ধাংশ সম্পূর্ণ অনাবৃত, কোটিদেশে শুধুমাত্র একটি অন্তর্বাস। পিছন থেকে বিশেষ অ্যাঙ্গেল থেক তোলা ওই ছবিতে দেখা যাচ্ছে সোনালি রণবীর সিংহের দিকে কামার্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। একই ধরনের দৃষ্টি রণবীরের চোখেও।
দুজনের এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু। ছবিতে সোনালি এমনভাবে পোজ দিয়েছেন যে, তাঁর কেশরাশি ঢাকা বক্ষদেশের একাংশও প্রায় উন্মুক্ত।
সূত্রের খবর, একটি ম্যাগাজিনের উত্তেজক ফটোশ্যুটের সময় ওই ছবি তোলা হয়েছিল। প্রায় তিন বছর আগে তোলা ওই ছবি এতদিন পরে প্রকাশ্যে আসার রহস্য কিন্তু জানা যায়নি।
চলতি মওশুমের বিগ বসে প্রতি সপ্তাহতেই মনোনীত হচ্ছেন সোনালি। এমন একটি সময়ে এই ছবিটি প্রকাশিত হল।
সূত্র: এবিপি আনন্দ!
https://www.youtube.com/watch?x-yt-cl=84503534&v=TUVjQKWq5ZI&x-yt-ts=1421914688&feature=player_embedded
মন্তব্য চালু নেই