প্রধানমন্ত্রীর প্রতি খালেদার কৃতজ্ঞতা প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে আসায় এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল শনিবার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মারুফ কামাল বলেন, ‘ঘুম ভাঙার পর খালেদা জিয়া যখন জানতে পারেন প্রধানমন্ত্রী এসেছিলেন, তখন তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
খালেদা জিয়া এখনও মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানান তিনি।
প্রেস সচিব বলেন, খালেদা জিয়া তাঁদের বলেছেন, এরপর যখনই প্রধানমন্ত্রী আসতে চাইবেন তখনই তাঁকে স্বাগত জানানো হবে। তিনি সাংবাদিকদের বলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যুতে খালেদা জিয়া সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন। এটা কোনো রাজেনৈতিক বিষয় নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর অফিসকে জানানো হয়েছিল, তাই এখানে প্রস্তুতি ছিল না। জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন না। প্রধানমন্ত্রী অচমকা এসেছেন। প্রধানমন্ত্রীকে অসৌজন্য দেখানো হয়নি। প্রধানমন্ত্রী এসেছেন এটাই বড় কথা, তাঁকে ধন্যবাদ।

































মন্তব্য চালু নেই