বালিয়াকান্দিতে পরিত্যক্ত গুলি নিয়ে খেলা করতে গিয়ে ঝলসে গেছে স্কুল ছাত্রের হাত
পরিত্যক্ত গুলি নিয়ে খেলা করতে গিয়ে বিস্ফোরিত হয়ে এক স্কুল ছাত্রের বাম হাতের আঙ্গুল ঝলসে গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামে। আহত ছাত্রের নাম রহিম শেখ (৯)। তার পিতার নাম মৃত সিদ্দিক শেখ। সে বাকসাডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত স্কুল ছাত্র রহিম শেখ জানায়, বৃহস্পতিবার স্কুলে গিয়ে চত্রা নদীর খালের পাড়ে খেলতে গিয়ে একটি পিতলের গুলি পায়। কিছু না বুঝেই স্কুল থেকে বাড়ীতে গিয়ে সন্ধ্যার দিকে ওই গুলিতে পাটকাঠি দিয়ে আগুন ধরিয়ে দিলে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে বাম হাতের ৩টি আঙ্গুল মারাত্বক ভাবে ঝলসে ক্ষত-বিক্ষত হয়। বাড়ীর ও স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় চিকিৎসকের কাছে নিলে তারা বালিয়াকান্দি হাসপাতালে পাঠিয়ে দেয়।
ওই ছাত্রের মাতা রহিমা বেগম জানান, সে বাড়ীতে ছিল না। খবর পেয়ে বাড়ীতে এসে দেখতে পান বাম হাতের ৩টি আঙ্গুল ঝলছে ক্ষত বিক্ষত হয়েছে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য চালু নেই