‘ইব্রা বিশ্বের সেরা স্ট্রাইকার’
উচ্চতা ছয় ফুট পাঁচ ইঞ্চি। এমন লম্বাকৃতির স্ট্রাইকার বর্তমান ফুটবল বিশ্বে কমই দেখা যায়। কিন্তু এমন উচ্চতা নিয়েও প্রতিপক্ষের রক্ষণে বেশ কৌশলী স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। বিশ্বের অনেক দামি ক্লাব ঘুরে বর্তমান এই সুইডিশ স্ট্রাইকার খেলছেন ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)।
গত দুটি মৌসুমে দলের হয়ে জিতেছেন ফরাসি লিগা ওয়ানের শিরোপা। দুই মৌসুমেই লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। এমন দ্যুতিময় পারফরম্যান্সে ইব্রার ব্যাপক প্রশংসাই করেছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদো। ব্রাজিলিয়ান এই কিংবদন্তীর মতে, চলতি বছরে ইব্রাহিমোভিচই বিশ্বের সেরা স্ট্রাইকার।
ইব্রাহিমোভিচ ক্লাব ফুটবলে খেলেছেন জুভেন্টাস, বার্সেলোনা, ইন্টার মিলান, আয়াক্স ও এসি মিলানের মতো বড় ক্লাবে। প্রত্যেক দলের হয়ে তিনি জিতেছেন লিগ শিরোপা। যা কোন খেলোয়াড়ের জন্য অনেক বড় পাওয়াই। যদিও ইব্রার মনে দুঃখ আছে বিশ্বকাপ নিয়ে। কারণ খ্যাতির চূড়ায় উঠলেও তার দেশ সুইডেন গেল দুই বিশ্বকাপে পার হতে পারেনি বাছাই পর্বের বৈতরনী। ফলে তারকা খ্যাতি গায়ে লাগার পর বিশ্বকাপে খেলা হয়নি তার।
তবে অতকিছু ভাবছেন না রোনালদো। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মনে করি ইব্রাহিমোভিচ বিশ্বের সেরা স্ট্রাইকার। সে জার্সি পরে ১০ নম্বর, তবে খেলার ধরণ ফলস নাইনের মতো। গত বছর আমি প্যারিসে গিয়েছিলাম কয়েকবার। তার কয়েকটি ম্যাচের খেলাও দেখেছি। তার মুভমেন্ট বিস্ময়কর। বর্তমান সময়ে সেই সেরা’।
নিজের সময় অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন রোনালদোও। প্রতিপক্ষের রক্ষণে তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক। তবে নিজের সময়কার প্রসঙ্গে রোনালদো প্রশংসা করেছেন ফরাসি কিংবদন্তী জিনেদিন জিদানকে। ১৯৯৮ বিশ্বকাপে এই রোনালদোদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। রোনালদো বলেছেন, ‘জিদান ছিল ঐ সময়ের সেরা। যার বিরুদ্ধে আমি খেলেছি।’
অন্যদিকে ইতালির সাবেক তারকা ডিফেন্ডার পাওলো মালদিনিকে খুব ভালো বন্ধু হিসাবে রোনালদো বলেছেন, ‘পাওলো মালদিনি ছিলেন সবচেয়ে কঠিন ডিফেন্ডার। আর জিয়ানলুইজি বুফন ছিলেন সবচেয়ে দুরুহ গোলরক্ষক। যাদের বিরুদ্ধে খেলেছি আমি’।
উল্লেখ্য, জ্লাতান ইব্রাহিমোভিচের কাছেও বিশ্বের সেরা ফু্টবলার ব্রাজিলের রোনালদো। বার বারই তিনি নিজ মুখে রোনালদোর শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করেছেন।
মন্তব্য চালু নেই