পৃথিবীর যে কোন উইকেটেই সেরা সাকিব: মাশরাফি

বাংলাদেশের ক্রিকেটের বড় তিন তারকা ক্রিকেটার- সাকিব আল হাসান, তামিম ইকবাল খান এবং মুশফিকুর রহিম। দেশের সেরা তিন তারকা ক্রিকেটার এখন রয়েছেন দারুণ ফর্মে। বয়স আর পারফরম্যান্স হিসাব করলে এখনই তাদের ক্রিকেট মাঠে ঝড় তোলার উত্তম সময়। বাংলাদেশ ক্রিকেট দলের এ তিন তারকার ব্যক্তিগত তৃতীয় বিশ্বকাপ খেলতে মাঠে নামবেন এবার।
জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিশ্বাস অস্ট্রেলিয়ার বিশ্বকাপে বাংলাদেশের হয়ে আলো ছড়ানের এই তিন সিনিয়র ক্রিকেটার। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন মাশরাফি। অবশ্য এমন কথাই একদিন আগেই সাংবাদিকদের জানিয়েছে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
মাশরাফি৩দেশের এই তিন ক্রিকেট তারকা এর আগে ২০০৭ ও ২০১১ বিশ্বকাপ খেলেছেন। সত্যি বলতে বিশ্বকাপ মঞ্চে এখনও এ তিনের পারফরম্যান্স খুব বেশি ভালো নয়। সাকিব দুই বিশ্বকাপে ১৫ ম্যাচে ১৫ ইনিংসে গড়ে রান করেছেন ২৬.৪৬ করে ৩৪৪ রান। যার মধ্যে অর্ধশতক রয়েছে ৩টি। উইকেট শিকার করেন ১৫টি।
মুশফিকুর রহিম ১৫ ম্যাচে ১৪ ইনিংসে গড়ে রান করেছেন ২১.২০ করে। যাতে মোট রান ২১২। অর্ধশতক রয়েছে মাত্র ১টি। জাতীয় দলের ঝড়ো ওপেনার তামিমের পারফরম্যান্সও বলার মতো নয়। বাঁ-হাতি হার্ডহিটার ওপেনারের ১৫ ম্যাচে ১৫ ইনিংসে গড় ২১.৯৩, মোট ৩২৯ রান। অর্ধশতক রয়েছে ২টি।
পূর্বের বিশ্বকাপে পরিসংখ্যান যাই হোক, অস্ট্রেলিয়ার বিশ্বকাপে বাংলাদেশের এ ক্রিকেট তারকারা ভালো করবে এমনটাই ভাবছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিন ক্রিকেট তারকা নিয়ে এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘দেশের হয়ে তারা বহুদিন ধরেই পারফর্ম করছে। শুরু থেকেই তারা ভালো খেলছে। তবে খারাপ-ভালোর মধ্য দিয়েই একজন খেলোয়াড়ের ক্যারিয়ার এগিয়ে যায়। এখন সময় এসেছে এ পর্যায়ে (বিশ্বকাপে) ভালো কিছু করার। ক্রিকেট দুনিয়া তাদের যেভাবে চেনে, সে অনুযায়ী যদি বিশ্বকাপেও যদি ভালো করতে পারে, তবে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে তারা। আমি মনে করি, দলের যতটুকু প্রয়োজন, তারা ততটুকু দিতে পারলেই হবে। এজন্য অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই।’
এছাড়া জাতীয় দলের অধিনায়ক এবারের বিশ্বকাপে দলে ব্যাটিংয়ে মুশফিক ও বোলিংয়ে সাকিবকেই এগিয়ে রাখছেন। মাশরাফি বলেন, ‘ব্যাটিংয়ের ক্ষেত্রে আলাদাভাবে বললে মুশফিকই ভালো করতে পারেন এবারের বিশ্বকাপে। আর বোলিংয়ে ভালো করার সম্ভাবনা আছে সাকিবের। আমার বিশ্বাস, পৃথিবীর যে কোনো উইকেটেই সাকিব ভালো বল করতে পারে। হয়তো সব কন্ডিশনে স্পিন উইকেট হয় না। সেটা ব্যাপার না। পৃথিবীর যে কোনো উইকেটে সে ভালো বোলার। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদও ফর্মে এসেছে। তবে দল ভালো কিছু করতে পারলে মানুষ আজীবন সেটাই মনে রাখে। এ কারণে দলীয় সাফল্যটা বেশি গুরুত্বপূর্ণ। দলের জন্যই খেলতে হবে সবাইকে।’

মাশরাফি



মন্তব্য চালু নেই