সন্ত্রাসকে উসকে দেয় এমন সংবাদ প্রচার করবে না টিভি চ্যানেলগুলো
নাশকতা ও সন্ত্রাসকে উসকে দেয় এমন সংবাদ প্রচার না করার বিষয়ে একমত হয়েছেন বেসরকারি টিভি চ্যানেলের মালিকরা।
বৃহস্পতিবার সচিবালয়ে চলমান পরিস্থিতি নিয়ে বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
বৈটকে আন্দোলনের নামে সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও ঠেকাতে ইলেক্ট্রনিক মিডিয়ার সহযোগিতা কামনা করেন ইনু।
বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই