শাহজালালে ৬ কেজি সোনাসহ আটক ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তার নাম আব্দুর রাজ্জাক (৬০)।

রোববার বেলা ১২টার দিকে সোনাসহ তিনি আটক হন।আটককৃত সোনার মুল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানা গেছে।

বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার রুহুল আমিন রাইজিংবিডিকে জানান, দুপুর ১২টার দিকে আব্দুর রাজ্জাক মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এমএইচ-১০২ নম্বর ফ্লাইটে বিমানবন্দরে আসেন।

পরে একটি হুইল চেয়ারে করে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন। সে সময় শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করেন। এরপর তার লাগেজ ও দেহ তল্লাশি করে প্রায় ৬ কেজি সোনা উদ্ধার করা হয়।

আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক বিভাগের কর্মকর্তারা।



মন্তব্য চালু নেই