নাশকতাকারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা

হরতাল-অবরোধ চলাকালে নাশকতাকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বেঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আমু জানান, বিএনপি জোটের অবরোধে নাশকতা ঠেকাতে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটিকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, গত কয়েকদিনে নাশকতার আশঙ্কায় সারাদেশে সাত হাজার ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নাশকতাকারীদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দেন। তবে তিনি এর পরিমাণ জানাননি। জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই পুরস্কারের কথা জানান।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি থেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রলবোমা হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দগ্ধ ও আহত রোগীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সরকার এ্ই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য হার্ডলাইনে যাচ্ছে। এর অংশ হিসেবে এই পুরস্কার ঘোষণা করা হলো।



মন্তব্য চালু নেই