পৃথিবীর সেরা লিগ লা লিগা

২০১৪ সালে পৃথিবীর সেরা ফুটবল লিগ নির্বাচিত হয়েছে স্প্যানিশ লা লিগা। ইন্টারন্যাশনাল ফেডারেশনস অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটাটেটিকস (আইএফএফএইচএস) এই রায় দিয়েছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেস লিগা, ইতালিয়ান সিরি আ এবং ফরাসি লিগ ওয়ানকে পেছনে ফেলে সেরা লিগের খেতাব তুলে নিয়েছে স্পেনের ঘরোয়া লিগ। আইএফএফএইচএসের বিচারে গেল বছরে স্প্যানিশ লিগের রেটিং পয়েন্ট ছিল ১২৫৯।
দ্বিতীয় স্থানে ইতালি (৯৯৮), তৃতীয় স্থানে ইংল্যান্ড (৯৫৮), চতুর্থ স্থানে আর্জেন্টিনা (৯৩৮), পঞ্চম স্থানে জার্মানি (৯১২), ষষ্ঠ স্থানে ব্রাজিল (৮৯৩) এবং সপ্তম স্থানে ফ্রান্স (৮৭১)। শীর্ষ সাত দেশের নামে কোনো পরিবর্তন আসেনি। অবশ্য গেলবার দ্বিতীয় স্থানে ছিল ইংল্যান্ড।
realলা লিগা কেন শ্রেষ্ঠত্ব তার ব্যাখ্যা হিসেবে আইএফএফএইচএস বলেছে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের দলগুলোর দাপট বিবেচনায় এই তালিকা প্রস্তুত করা হয়েছে। যখন পৃথিবীর সেরা ক্লাব হিসেবে সামনে রয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়ার নাম।



মন্তব্য চালু নেই