বোমাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

বোমাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নাশকতার তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘যারা জনগণের জানমালের ক্ষতি করছে, পেট্রোল বোমা দিয়ে গাড়ি পুড়িয়ে দিচ্ছে, মানুষ মারছে, তাদের তথ্য দিলে বা ধরিয়ে দিলে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যারা এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে এবং যারা তাদের অর্থ জোগান দিচ্ছে তাদের তালিকা তৈরি করা হয়েছে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
এ সময় তিনি বিএনপির প্রতি অভিযোগ তুলে বলেন, ‘তারা আন্দোলনের ডাক দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। সম্পদ নষ্ট করছে। এটা কোনো আন্দোলন নয়। তারা এ ধরনের নাশকতা চালিয়ে যাবে, আমরা বসে বসে মৃত্যু দেখতে পারি না। আমরা জনগণকে সম্পৃক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দেব।’



মন্তব্য চালু নেই