হত্যার নীলনকশা বাস্তবায়ন করছে সরকার : রিজভী

‘জনসমর্থনহীন’ সরকার নিজেদের রক্ষা করতে বিরোধী দলের নেতাকর্মীদের অপহরণ করে গুম করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘বিরোধী দলের কন্ঠ স্তব্ধ করার লক্ষ্য নিয়ে সারাদেশে একের পর এক নেতা-কর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করার নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে।’
মঙ্গলবার বিকেলে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, ‘হত্যা, গুম, খুন, অপহরণ, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা হরণ এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে দেশে এখন দ্বিতীয় বাকশালী শাসন চলছে। যেকোনো ধরণের অপকর্ম বর্তমান অবৈধ সরকারের অনুষঙ্গ হয়ে গেছে। গুম খুনের পাশাপাশি চরম দাম্ভিকতা এবং রাষ্ট্র শাসনে অন্যের মতামতের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন দেশবাসীকে গভীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যে ঠেলে দিয়েছে।’
রিজভী বলেন, ‘২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচিতে জনসমর্থন দেখে সরকার দিগি¦দিগ জ্ঞানশূন্য হয়ে পড়েছে। সেজন্য নীলনকশার মাধ্যমে জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে বর্তমান অবৈধ সরকার দেশে যে ভয়াবহ দু:শাসন চালিয়ে যাচ্ছে তা অতীতের সব স্বৈরাচারী দু:শাসনের রেকর্ডকে ম্লান করে দিয়েছে।’
রিজভী দাবি করেন, সোমবার রাতে ঢাকা মহানগর খিলগাঁও থানা বিএনপি নেতা দিপু সরকারকে এবং বিকেলে যুবদল ওয়ার্ড সেক্রেটারী নুরুজ্জামান জনি ও মাইনুদ্দিনকে জেলগেট থেকে সাদা পোষাকধারীরা ধরে নিয়ে যায়। মঙ্গলবার ঢাকা মেডিকেলে জনির গুলিবিদ্ধ লাশের দেখা মিললেও দিপু সরকার ও মাইনুদ্দিনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
তিনি অবিলম্বে দীপু সরকার ও যুবদল নেতা মাইনুদ্দিনসহ সারাদেশে আইন শৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হওয়া ‘নিখোঁজ’ নেতা-কর্মীদের অবস্থান নিশ্চিত করার জোর দাবি জানান।
তিনি অভিযোগ করেন, নড়াইল পৌর কাউন্সিলর ইমরুল কায়েসসহ চাঁপাইনবাবগঞ্জের ছাত্রদল নেতা মতিউর রহমান ও নোয়াখালীতে ছাত্রদল নেতাকে ইতোমধ্যে বন্দুকযুদ্ধের নামে বর্বর খেলা সংঘটিত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
জনগণের ‘গণতান্ত্রিক অধিকার’ সুপ্রতিষ্ঠিত করতে এবং সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি চলছে জানিয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘জনগণের অধিকার আদায়ের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’



মন্তব্য চালু নেই