বিশ্বকাপের বাছাই পর্বে সরাসরি খেলবে বাংলাদেশ

২০১৮ সালে রাশিয়ায় বসছে ফিফা বিশ্বকাপের আসর।

এই বিশ্বকাপের বাছাই পর্বে সরাসরি অংশ নেবে বাংলাদেশ। বাছাই পর্ব টপকাতে পারলে রাশিয়া বিশ্বকাপেও খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

এশিয়ার শীর্ষ ৩৪ দল বিশ্বকাপের বাছাই পর্বে সরাসরি অংশ নেবে। এশিয়ান কনফেডারেশনের নতুন র‌্যাংকিয়ে বাংলাদেশের অবস্থান ৩৪তম স্থানে। শেষ দল হিসেবে বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

প্রথমবারের মতো বাছাই পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এতো দিন প্রাক বাছাই পর্বে অংশ নিতে হতো লাল-সবুজ জার্সিধারীদের।

এশিয়ান কনফেডারেশনের ৪০টি দল বিশ্বকাপের বাছাই পর্বে সরাসরি অংশ নেবে। আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।

প্রতিযোগিতায় বাংলাদেশের গ্রুপে থাকবে মোট পাঁচটি দল। চারটি দলের সঙ্গে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে মোট আটটি ম্যাচ খেলবে বাংলাদেশ।



মন্তব্য চালু নেই