দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ডি ভিলিয়ার্স
ওয়ানডেতে দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
জোহানেসবার্গে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই প্রোটিয়াস ব্যাটসম্যান ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের রেকর্ড। মাত্র ৩১ বলে সেঞ্চুরি করেছেন তিনি! সত্যিই অসাধারণ!
২০১৪ সালের ১ জানুয়ারি ৩৬ বলে সেঞ্চুরি করে শহীদ আফ্রিদির রেকর্ড ভেঙেছিলেন অ্যান্ডারসন। এর আগে ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নাইরোবিতে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আফ্রিদি, যা ১৭ বছর ধরে অক্ষুণ্ম ছিল।
রোববার একই ম্যাচে ওয়ানডের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন ডি ভিলিয়ার্স। মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটসম্যান। এ ক্ষেত্রে তিনি ভেঙেছেন ২২ বছর আগে গড়া শ্রীলংকার সনাথ জয়সুরিয়ার রেকর্ড। ১৯৯৬ সালে ১৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন লঙ্কান এই কিংবদন্তি।
মন্তব্য চালু নেই