ইউটিউবে সাড়া ফেলেছে অমিতাভের ‘পিডলি’ (ভিডিও)

চলতি বছরের ৬ ফ্রেব্রুয়ারি, মুক্তি পেতে যাচ্ছে আর বালকি পরিচালিত শামিতাভ সিনেমাটি। এ চলচ্চিত্রে অমিতাভ শুধু অভিনয়ই করেননি, গানও গেয়েছেন।

সিনেমাটিতে অমিতাভের গাওয়া ‘পিডলি’ শিরোনামের গানটি সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্ত প্রায় সাড়ে আট লাখ বার দেখা হয়েছে গানটি। এ গানের ভিডিওতে দেখা যায়, সিনেমার গল্প অনুসারে অমিতাভ নেশাগ্রস্ত অবস্থায় কমোডে বসে গানটি গাইছেন। ইল্লাইয়ারাজার সুরে গানটি যে বেশ জনপ্রিয়তা পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

শামিতাভ সিনেমায় অমিতাভের পাশাপাশি ধনুষ, কমল হাসান-সারিকা কন্যা অক্ষরাকেও দেখা যাবে। অক্ষরা এই সিনেমার মাধ্যমে হিন্দি সিনে জগতে পা রাখছেন।

পিডলি গানের ভিডিও লিংক :

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ag5ZP6r5i5s

 



মন্তব্য চালু নেই