বাংলাদেশে অজগর কমছে কেন?

বাংলাদেশে অজগরের সংখ্যা উদ্বেগজনক হারে কমে যাচ্ছে বলে পরিবেশবাদীরা আশঙ্কা করছেন। তারা বলছেন, বসতি ধ্বংস এবং পাচারের কারণে এই বন্যপ্রাণীটি হুমকির মুখে পড়েছে। বার্মিজ পাইথন যা স্থানীয়ভাবে অজগর নামে পরিচিতি তার সংখ্যা কমে গেলে পরিবেশের ভারসাম্যে ক্ষতি হতে পারে।

বাংলাদেশে পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে এরকম একটি সংস্থা- ক্যারিনাম ‘বাংলাদেশ পাইথন প্রজেক্ট’ নামে একটি প্রকল্প পরিচালনা করছে। সংস্থাটির প্রধান এস. এম. এ. রশীদের কাছে বিবিসির পুলক গুপ্ত জানতে চেয়েছিলেন -অজগরের সংখ্যা যে কমে যাচ্ছে এটা তারা কিসের ভিত্তিতে ধারণা করছেন:



মন্তব্য চালু নেই