সিরাজগঞ্জ এর কিছূ খবর
সিরাজগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৩
সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে স্থানীয়দের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এসময় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক যুবক জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় স্থানীয় লোকজন ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাসুদেব সিনহা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটক সবাই কিশোর। তবে তারা ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সিরাজগঞ্জে অটোরিকশা ভাঙচুর, আহত ৩
সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় চালক ও দুই যাত্রীকে মারধর করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শিয়ালকোল বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-অটোরিকশা চালক রঘুনাথপুর গ্রামের আজাদ রহমান, যাত্রী একই গ্রামের সরোয়ার হোসেন ও সারটিয়া গ্রামের আব্দুর রশিদ।তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সিএনজি চালক আজাদ রহমান সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে যাত্রী নিয়ে রঘুনাথপুর যাচ্ছিলেন। পথে শিয়ালকোল বাজারে পৌঁছুলে দুর্বত্তরা অটোরিকশা ভাঙচুর করে ও চালকসহ যাত্রীদের মারধর করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরগোপ্তা হামলা চালিয়ে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
তাড়াশে ইয়াবা সহ পিতা-পুত্র আটক
সিরাজগঞ্জের তাড়াশে ইয়াবা বিক্রেতা পিতা-পুত্র সহ ৩ জনকে আটক করেছে পুলিশ ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে তাড়াশ থানার এস আই অনুজ কুমার গোপন সংবাদের ভিক্তিতে সদর ইউনিয়নের কাউরাইল গ্রামে অভিযান চালান। সেখান থেকে ইয়াবা বিক্রেতা ওই গ্রামের আবুল কাশেমের ছেলে সেরাজ আলী (৩৮), তার ছেলে দীপ্ত (১৯) ও একই গ্রামের ইনছাফ আলীর ছেলে আব্দুল মজিদ (৩২) কে ১৫০ পিচ ইয়াবা সহ আটক করে।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান ইয়াবা সহ ৩জন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হচ্ছে।
সিরাজগঞ্জে জামায়াত নেতাসহ আটক ৭
সিরাজগঞ্জে জামায়াত নেতাসহ ২০ দলীয় জোটের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো : কামারখন্দ উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল মান্নান জুড়ান, সলঙ্গা থানা জামাযাতের নায়েবে আমীর আব্দুল গফুর মোল্লা, ছাত্রদল নেতা সুমনসহ ৭জন।
জেলা জামায়াতের সেক্রেটারী জাহিদুল ইসলাম জামায়াতের দুই নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
মন্তব্য চালু নেই