মল্লিকার ডার্টি পলিটিক্সের ডার্টি পিকচার (ভিডিও)
দর্শকদের আরও একবার সম্মোহিত করতে প্রস্তুত বলিউডের গ্ল্যামার গার্ল মল্লিকা শেরাওয়াত। আগামী সিনেমা ডার্টি পলিটিক্স-এ তার অন্তরঙ্গ দৃশ্যগুলি ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সিনেমার পোস্টারে তেরঙা পতাকা গায়ে জড়িয়ে দেখা গেছে মল্লিকাকে। আর এই পোস্টার ঘিরে তীব্র বিতর্ক দেখা দেয়।
মল্লিকাকে চরম অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে এ সিনেমায়।
রাজস্থানে চাঞ্চল্যকর ভানোয়ারি দেবী হত্যাকাণ্ডের ছায়ায় তৈরি হয়েছে ‘ডার্টি পলিটিক্স’। আগামী ১৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=V5v72YRsKqc
মন্তব্য চালু নেই