বোরকা পরে কোথায় গেলেন মাহি!
বাংলা চলচ্চিত্রের এই সময়ের ব্যস্ততম নায়িকা মাহিয়া মাহি এবার বোরকা পরে হাজির হলেন প্রেক্ষাগৃহে। শুক্রবার রাজধানীর অদূরের চন্দ্রিমা প্রেক্ষাগৃহে তিনি নতুন বেশে প্রবেশ করেছিলেন।
শুক্রবার মাহি অভিনীত ‘রোমিও বনাম জুলিয়েট’ ছবিটি মুক্তি পেয়েছে। আর এ উপলক্ষে প্রেক্ষাগৃহগুলোতে ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছেন ছবির কলাকুশলীরা। তারই অংশ হিসেবে বিকেলে চন্দ্রিমা প্রেক্ষাগৃহে বোরকা পরে প্রবেশ করেন মাহি। এসময় তিনি দর্শক সারিতে বসে ছবির কিছু অংশ উপভোগ করেন।
এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, মাহির প্রতি দর্শকদের ভালোবাসা সীমাহীন। তাই অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তাকে বোরকা পরিয়ে নিয়ে যাওয়া হয়।
মন্তব্য চালু নেই