আদালতে নারায়ণগঞ্জের সাইফুলের জবানবন্দি
অপহরণের ২৬ ঘণ্টা পর উদ্ধার হওয়া নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাইফুল ইসলাম ঘটনা উল্লেখ করে আদালতের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে এ জবানবন্দি গ্রহণ করা হয়।
অপহরণকারীদের হাত থেকে উদ্ধার হওয়া ব্যবসায়ী সাইফুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকরোক্তিমূলক জবানবন্দি দিলেও তদন্তের স্বার্থে সাংবাদিকদের কিছু জানাননি তিনি। তবে ঘটনায় চারজন জড়িত ছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ব্যবসায়ী সাইফুল ইসলামকে অপহরণ করা হয়। ২৬ ঘণ্টা পর শুক্রবার রাতে সাভার থেকে তিনি উদ্ধার হন। এরপর রাতেই রাজধানীর যাত্রবাড়ী থেকে নুরজাহান ও তার স্বামী মো. ইউনুসকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করে পুলিশ।
তাদের দেয়া তথ্য অনুযায়ী অপহরণের মূল পরিকল্পনাকারী আকাশকে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় তার বিকাশ এজেন্টের দোকান থেকে আটক করা হয়।
মন্তব্য চালু নেই