ফরিদপুরের বোয়ালমারী থেকে বিএনপি-জামাতের ৫কর্মী গ্রেফতার

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর এলাকা থেকে বিএনপি জামাতের ৫ নেতা কর্মীকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ রাতভর নেতা-কর্মীদের বাসায় বাসায় তল্লাসী করা হয়।

ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ শাহ মোহাম্মদ আবু জাফর অভিযোগ করে বলেন, গতকাল চিতার বাজারে স্মরনকালের সর্ববৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। আর এই সমাবেশের পর থেকেই পুলিশ নেতা-কর্মীদের হয়রানী করে চলেছেন। আটক করা হয়েছে বেশ কয়েক জনকে। শাহ জাফর পুলিশের এ ধরনের কর্মকান্ডের নিন্দা জানান।

এদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থান থেকে পুলিশ দুইজন বিএনপি ও তিনজন জামাত কর্মীকে আটক করেছে।



মন্তব্য চালু নেই