অশ্লীল ভিডিও নিয়ে বিপাকে হানি
ইউটিউবে একটি অশ্লীল ভিডিও আপলোড করে বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী হানি সিং। আপলোডের দায়ে তার বিরুদ্ধে নাগপুরের পাঁচপাওলী পুলিশ স্টেশনে এক ব্যক্তি এফআইআর দায়ের করেছেন। এজন্য পুলিশ স্টেশনে গিয়ে তাকে হাজিরাও দিতে হয়েছে।
নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে বেশ জনপ্রিয় এই তারকা। তার অধিকাংশ গানের মধ্যে অশ্লীল শব্দের প্রয়োগ আছে। তবে এ কারণে তাকে কোন দিনও জেলে যেতে হয়নি। বরং হানির ফ্যানেরা এ গান আর বেশী উপভোগ করেছেন। সম্প্রত্তি এ ভিডিও আপলোডের ফলে শুরু হয়েছে যতসব বিপত্তি।
মুম্বাইয়ের নাগপুরের বাসিন্দা আনন্দপাল সিং এই ভিডিও দেখে নাগপুরের পাঁচপাওলী পুলিশ স্টেশনে হানির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে হানির বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির(IPC)২৯২ ও ২৯৩ ধারায় মামলা আরোপ করা হয়। মামলার শুনানির জন্য হানি সিংকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল। তিনি ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দিল্লির পুলিশ হানা দেয় তার বাড়িতে। কিন্তু পুলিশ তাকে না পেয়ে তার বিরুদ্ধে সমন জারি করে। আর এজন্যই পুলিশ স্টেশনে হাজিরা দিতে আসেন হানি।
মন্তব্য চালু নেই