সাতক্ষীরার দেবহাটায় বায়োগ্যাস গ্রাহক উদ্ভুদ্ধকরন সমাবেশ

সাতক্ষীরার দেবহাটায় বায়োগ্যাস গ্রাহক উদ্ভুদ্ধকরন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সংস্থার পরিচালক কৃষিবিদ ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমজাদ হোসেন। সমাবেশে বক্তারা বলেন, বায়োগ্যাস মানুষের জন্য যেমন স্বাস্থ্য সম্মত তেমনি মাটির উর্বরতার জন্য উপকারী। বায়োস্লারী জমিতে প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়ানো যায়, সাথে সাথে রাসায়নিক সারের ব্যবহার কম করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। বিশ্বব্যপী ক্লাইমেট চেঞ্জ এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে এবং পরিবার, দেশ ও সমাজকে পরিবেশ সম্মত রাখতে সহায়তা করে। পারুলিয়াস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ালের আয়োজনে ইডকলের সহযোগিতায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সরকার, ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, রহমানিয়া মাদ্রাসার সুপার মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র প্রোগ্রাম অফিসার শাহাদাত হোসেন। অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে অরিয়েন্টেশন প্রদান করেন ইডকল, ঢাকা থেকে আগত ট্রেনিং অফিসার বাসুদেব মজুমদার। অনুষ্ঠানে প্রায় ৮০ জন সম্ভাব্য গ্রাহক উপস্থিত ছিলেন।






















মন্তব্য চালু নেই