সিলেট মহানগর জামায়াতের আমির আটক

সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে আটক করে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে আটক করে।
কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অ্যাডভোকেট জুবায়ের। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা সুহেল আহমদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

































মন্তব্য চালু নেই