রাজধানীতে বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টায় মোট ৮০ প্লাটুন নামানো হয়। প্রতি প্লাটুনে ৩৫ জন সদস্য রয়েছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য রাজধানীসহ সারাদেশের বিভিন্নস্থানে বিজিবির টহল অব্যাহত থাকবে। রাজধানীতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

৫ জানুয়ারি বিএনপি’র সমাবেশের ঘোষণা এবং সরকারের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের তা প্রতিহত করার ঘোষণার প্রেক্ষিতে আজ রোববার সন্ধ্যা থেকে রাজধানীতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেকোনো ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি’র এই ঘোষণার কয়েক ঘণ্টার মাঝেই আইনশৃঙ্ক্ষলা রক্ষার্থে রাজধানীতে বিজিবি মোতায়েনের খবর পাওয়া গেল।

এদিকে পুরান ঢাকার ইসলামপুরে এক বোমা হামলায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। অপরদিকে মানিক মিয়া এভিনিউয়ে বিকেল তিনটার দিকে আড়ংয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।



মন্তব্য চালু নেই