সাতক্ষীরার দেবহাটার সাবেক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদের ইন্তেকাল

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের নিবাসী উপজেলার সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা এবং আশাশুনি উপজেলা থেকে কিছুদিন পূর্বে অবসর গ্রহন করা সদালাপী, হাস্যোজ্বল আব্দুর রশিদ শনিবার ভোররাত ৪ টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। গত ৪/৫ দিন আগে তিনি ষ্ট্রোকে আক্রান্ত হলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মরহুম আব্দুর রশিদ দেবহাটা উপজেলায় চাকরী করাকালীন খুলনা বিভাগের মধ্যে পিএসসিতে দেবহাটা উপজেলা প্রথম স্থান অধিকার করে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে মরহুম আব্দুর রশিদ ও তৎকালীন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম পুরষ্কার গ্রহন করেন। এছাড়া মরহুম আব্দুর রশিদ দেবহাটা উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, শিক্ষকদের নিয়মিত পাঠ্যদানে সহযোগীতা সহ অনেক অবদান রেখে গেছেন। তার এই আকষ্কিক মৃত্যুর সংবাদে সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করেছেন। দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলাম সহ শিক্ষা সংশ্লিষ্ট সকলে শোক প্রকাশ করেছেন। অনুরুপ শোক জ্ঞাপন করেছেন দেবহাটা প্রেসক্লাবের পক্ষে আহবায়ক শেখ হাসান রেজা রিপন, সদস্য সচিব আর.কে.বাপ্পা, বিশিষ্ট সাংবাদিক আবু তালেব সহ সকল সাংবাদিকবৃন্দ। শনিবার বাদ আছর নামাযে জানাযা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।



মন্তব্য চালু নেই