সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ৭লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ৭লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ সীমান্ত ফাঁড়ির বিজিবি কাকডাঙ্গা মাঠ এলাকা থেকে এগুলো উদ্ধার করে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা মাঠের পার্শে একটি বাগানে ঝাউডাঙ্গা বিওপির নায়েব সুবেদার কবির আহম্মেদের নেতৃত্বে বিজিবি সদস্যরা চোরাচালানীদের ধাওয়া করে। এসময় চোরাচালানীরা শাড়ি কাপড় ফেলে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি সদস্যরা ১৪০ পিচ ভারতীয় শাড়ি কাপড় জব্দ করে। যার আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৭ লক্ষ ৫ হাজার টাকা। এসময় কোন চোরাচালানীকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মালামাল সাতক্ষীরা বিজিবি হেডকোয়াটারে পাঠানোর হয়েছে।



মন্তব্য চালু নেই