মশা কাদের কেনো বেশি কামড়ায়

একসঙ্গে বসে আছেন অথচ মশা কেবল আপনাকেই কামড়াচ্ছে। এমন অনেক মানুষ আছেন যাদের সঙ্গে এ ধরনের ঘটনা বরাবরাই ঘটে। বিশ্বব্রক্ষ্মাণ্ডের পুরনো এ ‘রহস্যে’র তথ্য হয়তো এবার আবিষ্কার করতে সক্ষম হয়েছেন গবেষকরা। মশা কেন ‘আপনাকে’ বেশি কামড়ায় এর কারণ আবিষ্কারের কাছাকাছি পৌঁছানে সম্ভব হয়েছে বলে দাবি অস্ট্রেলিয়ার একদল গবেষকের। গবেষকরা বলছেন, সাধারণত স্ত্রী মশারাই মানুষকে কামড়ায়। এদের বিভিন্ন প্রজাতিই মানুষ কামড়ানোর জন্য দায়ী। তবে যারা ‘বিয়ার’ ও ‘অ্যালকোহল’ জাতীয় পানীয় পান করেন, কিছু প্রজাতির মশা তাদের বেশি আকৃষ্ট করে বলে দাবি আরেক দল গবেষকের। মশা কেনো কিছু মানুষকে বেশি কামড়ায় তার কারণ আমি ও আম‍ার দল আবিষ্কার করতে সক্ষম হয়েছি বলে জানান মশা বিষয়ক গবেষক ড. ক্যামেরুন ওয়েব।inner_792803738

নিঃশ্বাসের মাধ্যমে নির্গত কার্বন-ডাই অক্সাইড থেকেই মশা আসে। এছাড়া শরীর থেকে নির্গত রাসায়নিক পদার্থের সংমিশ্রণের ফলে সৃষ্ট গন্ধ মশাদের আকৃষ্ট করে বলে উল্লেখ করেন ক্যামেরুন ওয়েব। মশার কাছ দূরে থাকা স্বাস্থ্য সচেতনতার একটি উল্লেখযোগ্য বিষয়। মশাবাহিত রোগ, ‘রস রিভার ভাইরাস’ এ আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় প্রতি বছর কমপক্ষে পাঁচ হাজার মানুষ চিকিৎসকের শরাণাপন্ন হন।তবে প্রাচীন একটি বিষয় প্রচলিত রয়েছে যে, পর্যাপ্ত পরিমাণে রসুন গ্রহণ করলে ও চিনি এড়িয়ে চললে মশার কামড় থেকে দূরে থাকা সম্ভব। আর বাড়ির আশপাশ ও বাগান নিয়মিত পরিষ্কারের পরামর্শ দিয়েছেন গবেষকরা।



মন্তব্য চালু নেই