অনলাইন গণমাধ্যমের জন্য পৃথক নীতিমালা: তথ্যমন্ত্রী

দেশের অনলাইন গণমাধ্যমের জন্য পৃথক নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘অনলাইন গণমাধ্যম এমন একটি ক্ষেত্র যা মানুষের মধ্যে দ্রুত সংবাদ পৌঁছে দেয়। আর এটা সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।

২০০৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৌঁছে দেবেন বলে একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন।

ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আজ দেশে বেশ কিছু অনলাইন গণমাধ্যম গড়ে উঠেছে। এখন পর্যন্ত আমরা এ ক্ষেত্রটির জন্য পৃথক নীতিমালা তৈরি করতে পারিনি।’

তিনি বলেন, আমরা অনলাইন গণমাধ্যমগুলোর সম্পাদক ও কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছি। ওই কমিটি অনলাইন নীতিমালা তৈরির ব্যাপারে একটি রিপোর্ট আমাদের কাছে জমা দিয়েছে। আশা করি, অতি শিগগিরই অনলাইন গণমাধ্যমের জন্য একটি পৃথক গণতান্ত্রিক নীতিমালা প্রস্তুত করতে পারবো।’



মন্তব্য চালু নেই