নগ্নতাই জোলির সফলতার চাবি
হলিউড-বলিউডের উঠতি নায়িকারা এখন আর শরীর থেকে পোশাক খুলতে আপত্তি করেন না। নির্মাতা যেমন চান ঠিক তেমনি মেলে ধরেন নিজেকে।
কিন্তু হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এই একই কাজ করেছেন আজ থেকে বিশ বছর আগে। আর তার উনিশের সেই নগ্নতাই তাকে এনে দিয়েছে সাফল্য।
জোলি নিজেই জানিয়েছেন, মাত্র উনিশ বছর বয়সে তিনি প্রথম ক্যামেরার সামনে নগ্ন হয়েছিলেন। এখন তার বয়স ৩৯।
তবে তার সে নগ্ন ছবি কোনো এক অজানা কারণে প্রচার হয়নি। তিনি আরও জানিয়েছেন, তার নগ্ন হওয়ার সাহস দেখে লস অ্যাঞ্জেলেসের ফ্যাশন ফটোগ্রাফার মার্সেল ইন্ডিকা রীতিমত অবাক হয়েছিলেন। পরে ওই ছবিগুলোই্ তাকে সফলতা দিয়েছে।
হ্যাকার ছবির মাধ্যমে প্রথম নজর কাড়েন জোলি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন একের পর এক। আর সেই নগ্নতাই তার সাফল্যের চাবিকাঠি। তবে প্রশ্ন উঠেছে, হলিউডে প্রতিভার চেয়ে কি তাহলে নগ্নতার কদরই বেশি?
মন্তব্য চালু নেই