ঝাউডাঙ্গা মাদ্রসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ১৪লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য উদ্ধার
সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ সীমান্ত ফাঁড়ির বিজিবি জোয়ানদের এক অভিযানে ১৪লক্ষ টাকার মালামাল উদ্ধার। বিজিবি সূত্রে জানা যায়, সদর উপজেলার ঝাউডাঙ্গা বিষেশ সীমান্ত ফাঁড়ির বিজিবি জোয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল চোরাচালানী ভারত থেকে ভারতীয় শাড়ি কাপড় নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় কলারোয়া উপজেলার হেলাতলা মোড়ে ঝাউডাঙ্গা বিশেষ সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার কবির আহম্মেদ এর নেতৃত্বে একটি টহল দল হেলাতলা মোড়ে ওৎ পেতে থাকে। বেলা ১১টার সময় চোরাচালানীরা একটি মহেন্দ্র (বেবি টেক্সি) গাড়ি নিয়ে হেলাতলা মোড়ে আসা মাত্রই বিজিবি জোয়ানরা গাড়িটিকে ধাওয়া করলে চোরাচালানীরা মহেন্দ্র গাড়িটি ফেলে পালিয়ে যায়। এসময় মহেন্দ্র গাড়িটি বিজিবি সদস্যরা জব্দ করে। গাড়ির ভিতর থেকে ২শত পিচ ভারতীয় শাড়ি উদ্ধার করে। গাড়ি ও মালামালের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ১৪লক্ষ টাকা। এসময় কোন চোরাচালানীকে আটক করা সম্ভব হয়নি।
ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রসার বার্ষিক পরীক্ষা ২০১৪ এর ফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মাদ্রসার হল রুমে ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মোঃ তোফায়েল হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গর্ভনিং কমিটির সদস্য ও ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আয়জুদ্দীন মোড়ল, মাদ্রাসার গর্ভনিং কমিটির সদস্য আলহাজ্ব মোসলেম আলী মোল্যা, উপস্থিত ছিলেন উপাধক্ষ্য মাওঃ আব্দুল মজিদ, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ আখতার ফারুক প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ নুরুল বাশার। এদিকে, একই দিনে অনুরূপ ভাবে ঝাউডাঙ্গা হাইস্কুল ও ঝাউডাঙ্গা প্রাইমারি স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মন্তব্য চালু নেই