ফরিদপুর বাসীর উন্নয়নের দাবী নিয়ে সব সময় যুদ্ধ করে যাব : খন্দকার মোশারফ হোসেন

ফরিদপুর বাসীর উন্নয়নের দাবী নিয়ে সব সময় যুদ্ধ করে যাব মৃত্যুর আগের দিন পর্যন্ত। প্রতিটি বাড়ীতে বাড়ীতে বিদ্যুৎতের ব্যবস্থা করা হবে। ইউনিয়নের সব কাচাঁ ও আধা-পাকা রাস্তা গুলোকে পিচ ঢালা রাস্তায় রুপান্তর করে দেওয়া হবে সামনের দিন গুলোতে। ফরিদপুর হবে উন্নয়নের আধুনিক নগরী বলে জানান ৫ম উপজেলা স্কাউট সমাবেশের তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর মিয়ার সভাপতিত্বে গত শনিবার সন্ধা ৮টায় ফরিদপুর সদর উপজেলার ইশান ইনস্টিটিউশন প্রাঙ্গনে ৫ম উপজেলা স্কাউট সমাবেশের তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কামরুজ্জামান সেলিম, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোকারম মিয়া বাবু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়া ইয়াহ খান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সত্যজিৎ মূখার্জি, থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শামসুল আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা সরোয়ার হোসেন সন্টু। উক্ত অনুষ্ঠানে সার্বিক ত্বত্তাবধানে ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ সোহবান মোল্লা, সাধারন সম্পাদক শেখ জামাল, আনোয়ার হোসেন খাঁন, উজ্জল সরকার রোটন, গোলাম হায়দার রুমিসহ প্রমুখ। সমাপনী অনুষ্ঠান শেষে স্কাউট যোগদানকারী ছেলে-মেয়েরা মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান, নাটকসহ বিভিন্ন ডিসপেলে প্রদর্শন করেন। উল্লেখ্য গত ২৪শে ডিসেম্বর হতে ২৮ শে ডিসেম্বর সোমবার পর্যন্ত ৫দিন ব্যাপি জেলার ২৮টি স্কুলের ছাত্র-ছাত্রীরা  তাবু করে এই স্কাউট সমাবেশে যোগদান করে তাদের প্রশিক্ষন গ্রহন করে। যাতে ৩টি গ্রুপে মেয়েদের জন্য বরাদ্দ করা হয় বাকি ২৫টি গ্রুপে ছেলেদের জন্য বরাদ্দ রেখে প্রশিক্ষন দেওয়া হয়।



মন্তব্য চালু নেই