শীতের তীব্রতা বাড়ছেই, শিশুর মৃত্যু

পৌষের হাড় কাপানো শীত, ঘন কুয়াশা, ঝিরঝির বৃষ্টি আর হিমেল হাওয়ায় লালমনিরহাটের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতা বাড়ায় শীতজনিত রোগে এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।
শুক্রবার সকালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৭ মাস বয়সী মিলন নামের ওই শিশু মারা যায়। সে পাটগ্রাম উপজেলার জোংড়া গ্রামের ওসমান হোসেনের ছেলে।
এদিকে শীতের তীব্রতা দিন দিন বাড়ায় হতদরিদ্র মানুষের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে।
কয়েকদিন ধরে সারাদিনই ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারিদিক। ফলে সূর্যের আলো না থাকায় ঠান্ডা আরও বাড়ছে। এতে দিনমজুররা জমিতে কাজে যেতে পারছেন না।
রংপুর আবহাওয়া অফিস সূত্র জানায়, শুক্রবার সারাদিনই লালমনিরহাটের তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।
সির্ভিল সার্জন ডা. মোস্তফা কামাল শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করে বাংলামেইলকে জানান, শিশু মারা যাওয়ার খবর তার কাছে নেই।



মন্তব্য চালু নেই