সন্তানধারণের দায়ে স্ত্রীর গায়ে আগুন

চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলায় স্বামীর অনিচ্ছায় সন্তান-সম্ভবা হওয়ায় এক অন্তঃসত্ত্বা নারীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

লাকী চক্রবর্তীর অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার অপরাধে স্বামী বিষু চক্রবর্তী তার উপর মঙ্গলবার এমন নির্যাতন চালিয়েছে।

লাকী চক্রবর্তী এখন চাঁদপুর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, স্বামীর অনিচ্ছায় সন্তানধারণের জন্য তিন মাস ধরে তাঁদের প্রায়ই ঝগড়া চলছিল।

চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা: প্রদীপ দত্ত বিবিসিকে জানান, লাকী চক্রবর্তীর গলার নিচ থেকে শরীরের সামনের অংশ পুড়ে গেছে।

লাকী চক্রবর্তীর মা ভানু মজুমদারের অভিযোগ, তার মেয়ের জামাইয়ের আগের সংসারে সন্তান থাকায় বিয়ের পর থেকেই তিনি (জামাই) চাইতেন না লাকী চক্রবর্তীর কোনও সন্তান হোক।

একারণে সবসময়ই তার মেয়ের সাথে ঝগড়া হত।



মন্তব্য চালু নেই