কমলাপুরে ট্রেনের বগিতে আগুন
মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীবাহী ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
‘পারাবাত’ নামের ট্রেনটি পরিষ্কারের জন্য স্টেশনে রাখা ছিল। আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদি সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছে। পারাবাত নামের ট্রেনের ১৭৪৮ নম্বর বগি পরিষ্কার করার জন্য স্টেশনে রাখা ছিল। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।’
মন্তব্য চালু নেই