দিল্লি দখলের ডাক মমতার
তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে অমিত শাহের বাংলা দখলের পরিকল্পনার জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘ওরা বাংলাকে টার্গেট করলে দিল্লিতে আমরা সরকার গড়ব।’
সফরে এসে রাজারহাটের গৌরাঙ্গনগরে এক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ‘তিন দিনে আমি বাংলায় অভূতপূর্ব উৎসাহ দেখলাম। আমি নিশ্চিত, এ বার এখানে বিজেপির সরকার হবে। আবার সোনার বাংলা হবে।’
আনন্দবাজারের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।
অমিতের এসব বিষয়ে নিয়ে শুরু থেকেই জবাব দিয়ে যাচ্ছেন মমতা। এক হতদরিদ্র বাড়িতে অমিতের খাওয়াকে কটাক্ষ করে মমতা বলেছেন, ‘সকালে টাকা দিয়ে কোনও বস্তি বাড়িতে গিয়ে খেয়ে আসেন। বিকেলে চলে যান ফাইভ স্টার হোটেলে। এমন দ্বিচারিতার মানে কী?’
বুথ-কর্মীদের সঙ্গে বৈঠকে অমিত বলেছেন, একটি বুথে ১০০০ ভোটার এবং ২৫ জন কর্মী থাকলে সব ভোটারের দায়িত্ব কর্মীদের মধ্যে ভাগ করে নিতে হবে। এক জন কর্মী যদি ২৫ জন করে ভোটারের দায়িত্ব নেন, তা হলে তাকে সারা বছর ওই ভোটারদের সুখে-দুঃখে সঙ্গে থাকতে হবে।
এই সফরে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয়েছে অমিতের।
মন্তব্য চালু নেই