হাতিয়ায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে যুবলীগকর্মী নিহত, গুলিবিদ্ধসহ আহত ১৫

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে নুরুল আলম (৩০) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।

এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ভৈরব বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নুরুল আলম চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের নুর ইসলামের ছেলে। আহতরা হলো, মোক্তার হোসেন, আমির হোসেন, মনির উদ্দিন, সেলিম, আবুল বাশার, বাহার সর্দার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয়রা জানান, মনির উদ্দিন চরকিং ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য অন্যদিকে মো. মুরাদ প্রাক্তন সদস্য। দুইজনই ক্ষমতাসীন আওয়ামীলীগের সমর্থক। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ দুইজনের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিলো। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে পুনরায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংঘর্ষের একপর্যায়ে মনির উদ্দিন গ্রুপের নুরুল আলম গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

উভয়পক্ষের গুলিবিনিময়ে এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত নুর আলমের মরদেহ স্থানীয় হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।



মন্তব্য চালু নেই