ছেলের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মায়ের মামলা

বরিশালে ছেলের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে আদালতে মামলা করেছেন এক মা। বুধবার দুপুরে নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকার মৃত মালেক হাওলাদারের স্ত্রী লুৎফন্নেছা বকুল বাদী হয়ে ছেলে বাহাউদ্দিন বাহাদুরের বিরুদ্ধে এই মামলা করেন।

বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন তিনি। আদালতের বিচারক মো. আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে বাহাউদ্দিন বাহাদুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

আদালতের পেশকার সাখাওয়াত হোসেন মামলার আরজির বরাত দিয়ে বলেন, বাহাউদ্দিন বাহাদুর একটি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। বিভিন্ন সময় জঙ্গি সংগঠনে টাকার জন্য তার মা লুৎফন্নেছা বকুলকে মারধর করেন।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার জঙ্গি সংগঠনের জন্য চাঁদা দাবি করে তার মার কাছে। চাঁদা দিতে অস্বীকার করলে মা লুৎফন্নেছা বকুলকে মারধর করেন।

একপর্যায় আলমারি ভেঙে নগদ ১০ হাজার টাকা ও লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার এবং সম্পত্তির দলিল নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে আজ আদালতে মামলা করেন মা।



মন্তব্য চালু নেই