হেমায়েতপুরে মেশিনের বেল্টে পেঁচিয়ে এক প্রকৌশলী নিহত

নিজস্ব প্রতিবেদক (সাভার) : সাভারের হেমায়েতপুরে হরিণধরায় বাংলাদেশ চামড়া শিল্পনগরীর এপেক্স ট্যানারীতে মেশিনের বেল্টে পেঁচিয়ে এক প্রকৌশলী নিহত হয়েছে।

সোমবার দুপুরে সাভারের হেমাযেতপুরে চামড়া শিল্প নগরীরর এপেক্স ট্যানারিতে কাজ করার সময় এ র্দুঘটনা ঘটে ।

নিহত শামিম হোসেন রাজধানীর গুলশান বেড়াইত এলাকায় নুরুল ইসলামের ছেলে । সে এপেক্স ট্যানরী প্রতিষ্ঠানের ম্যাকানিকেল ইঞ্চিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সাভারের হরিণধরায় বাংলাদেশ চামড়া শিল্পনগরীর এপেক্স ট্যানারী নামে প্রতিষ্ঠানের মেশিনের বেল্টে পেঁচিয়ে শামিম হোসেন নামে এক প্রকৌশলী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।পরে মৃত দেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই