পরীমনির গোপন তথ্য ফাঁস!

চিত্রনায়িকা হিসেবেই বেশি পরিচিত পরীমনি। কিন্তু এ অভিনেত্রীর আরও একটি পরিচয় রয়েছে, যা এতোদিন গোপন ছিল। এ গোপন পরিচয়টি হলো- তিনি সিনেমার একজন প্রযোজক।

রওশন আরা নিপার মহুয়া সুন্দরী সিনেমায় প্রযোজনা করেছেন হালের আলোচিত এ অভিনেত্রী। এ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হলেও এতে পরীমনি বিনিয়োগ করেছেন।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘প্রযোজনার বিষয়টি আপাতত জানাতে চাইনি, শেষ পর্যন্ত বিষয়টি চাপা রাখতে পারলাম না। তবে প্রযোজনার খবরটি কিভাবে যেন ফাঁস হয়ে গেছে। সিনেমা প্রযোজনা করতে চাইনি। এ সিনেমার গল্প আমার কাছে অনেক ভালো লেগেছে তাই বিনিয়োগ করেছি।

পহেলা বৈশাখে সিনেমাটি মুক্তি পাবে। ইতিমধ্যে সিনেমাটির শুটিং ও এডিটিংয়ের কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে ডাবিংয়ের কাজ। এ ছাড়া মুম্বাইয়ের ল্যাবে কিছু ঘষামাজা করা হবে এ সিনেমাটি।

পরীমনি অভিনীত এ পর্যন্ত কোন সিনেমাই মুক্তি পায়নি। তবে পাগলা দিওয়ানা সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এখন মু্ক্তির অপেক্ষা।



মন্তব্য চালু নেই