আবার সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ আবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেল ব্রিজের পিলার ধেবে যাওয়ায় বুধবার দুপুর থেকে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের ট্রেন বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নজরুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল থানার সাতগাঁও বুজপুর এলাকায় ১৪১ নম্বর পিলারের একটি স্লিপার ধেবে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পিলার মেরামত না করা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন ওসি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। আর সিলেটে আসার পথে একটি ডেমো ট্রেন আটকা পড়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

এর আগে গত সোমবার পাঁচ দিন পর সিলেট-ঢাকা রেলরুটে ট্রেন চলাচল শুরু হয়। হবিগঞ্জের মাধবপুরের ইটাখোলার অদূরে তেলানিয়া ছড়ায় রেলব্রিজ ভেঙে যাওয়ায় গত বৃহস্পতিবার ভোর থেকে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।



মন্তব্য চালু নেই