র্যাবের কাজে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ
র্যাবের এক কর্মকর্তার টেপ ফাঁস করেছে সুইডিশ রেডিও। সেখানে উঠে এসেছে কীভাবে র্যাব তার হত্যা, গুম চালিয়ে যাচ্ছে এবং মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম এই গোপন টেপটির কথা শুনে ধাক্কা খেয়েছেন। কীভাবে মানুষ অপহরণ করা হয়, খুন করা হয়, গুম করা হয় তার বর্ণনা শুনে তিনি নিন্দা জানিয়েছেন। মার্গট ওয়ালস্ট্রম বলেন, ‘এ ব্যাপারে শুধু একটি কথাই বলবার আছে। এটা খুবই জঘন্য কাজ হয়েছে এবং এটা অবশ্যই থামাতে হবে। আর বাংলাদেশকে এর জন্য দায় নিতে হবে।’
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো থেকে যে অভিযোগগুলো শুনে আসছি সেটাই নিশ্চিত করলো র্যাব কর্মকর্তার টেপ।’
তিনি প্রতিশ্রুতি দেন বাংলাদেশের সাথে সকল দ্বিপাক্ষিক আলোচনায় তার উদ্বেগের কথা জানানো হবে। গতবছর বাংলাদেশ সফরে সুইডেনের বিচারমন্ত্রী মর্গান জোহানসন বিষয়টি তুলে এনেছিলেন।
‘আমরা বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ হয়ে কর্মসূচী নেবো। এছাড়া বিভিন্ন মানবাধিকার সংস্থা ও মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সহযোগিতার অংশ হিসেবে আমরা কিছু কর্মসূচি নেবো। এ কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো হচ্ছে।’
সুইডিশ পার্লামেন্টের স্পিকার আরবান আহলিন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সাথে সাক্ষাত করবেন বলে জানা গেছে।
মার্গট ওয়ালস্ট্রম বলেন, ‘আমার ধারণা এ টপিকটা আলোচনায় আসবে। কারণ যে তথ্যটা কনফার্ম হলো সেটাকে এড়িয়ে যাওয়ার তো কোনো উপায় নেই।’
বাংলাদেশের এলিট পুলিশ ফোর্স র্যাপিড একশন ব্যাটালিয়ন-র্যাব এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন সুইডিশ রেডিও প্রতিবেদক। তিনি বলেন, ‘আমরা অবশ্যই পদক্ষেপ নেবো, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে। এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। আমরা এটা স্পষ্ট করে বলে দিতে চাই এ ধরণের কাজ গ্রহণযোগ্য নয় এবং শীগ্রই বন্ধ করতে হবে।’
মন্তব্য চালু নেই