আওয়ামীলীগ দেশকে চাল রপ্তানী কারক দেশে হিসেবে পরিনত করেছে : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:: শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, আওয়ামীলীগ আবার ক্ষমতায় এসে দেশকে চাল রপ্তানী কারক দেশে পরিনত করেছি। আমাদের সরকারের আগের মেয়াদে আমরা বাংলদেশকে খাদ্য উদ্বৃত্ত দেশ রেখে গিয়েছিলাম। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে দেশকে খাদ্য ঘাটতির দেশে পরিনত করেছিল। আমাদের দল কৃষি ও কৃষক বান্ধব বলেই এবার ক্ষমতায় এসে দেশকে খাদ্য রপ্তানী কারক দেশ হিসেবে পরিনত হওয়া সম্ভব।
তিনি শনিবার দুপুর ১২ টায় সদর উপজেলা পরিষদ চত্তরে সদও উপজেলা ১০টি ইউনিয়নের কৃষকদের মাঝে শীত বস্ত্র ও পাওয়ারটিলার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় উপজেলার প্রায় ৫শ গরীব মানুষকে কম্বল ও ১২৫ জন কৃষকের মধ্যে ৫টি পাওয়ার টিলার বিতরন করা হয়।
এরপর ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে-২০১৪ এর উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, খেলাধূলার মধ্য দিয়ে একটি জাতী বিশ্ব ব্যাপি পরিচিতি অর্জন করতে পারে। ক্রিকেট খেলার মধ্য দিয়ে আমরা বিশ্বের বুকে পরিচিতি পেয়েছি। আজ সারাবিশ্ব আমাদের দেশ সম্পর্কে জানেন। আওয়ামীলীগ সরকারের আমলে অন্যান্য সেক্টরের মত খেলা ধূলাও ব্যাপক সফলতা অর্জিত হচ্ছে।
ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম মুজিবুর রহমানের উদ্বেধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। টুর্নামেন্টে জেলার ৪টি উপজেলা থেকে চ্যাম্পিয়ান হয়ে আসা মোট চারটি দল অংশ গ্রহন করছে। টুর্নামেন্টে ঝালকাঠি সরকারী কলেজ ৫-০গোলে রাজাপুর ডিগ্রী কলেজকে এবং ৩-১ গোলে কাঠালিয়া শহিদরাজা ডিগ্রী কলেজ নলছিটি ডিগ্রী কলেজ কে পরাজিত করে জেলা পর্যায়ে ফাইনালে উত্তীত হয়।
অনুষ্ঠানগুলোতে জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মজিদ আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা ফেরদৌস বক্তব্য রাখেন। পরে মন্ত্রী ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ও ধানসিড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে যোগ দেন।
মন্তব্য চালু নেই