প্রধানমন্ত্রীর ভারত সফরে ৩৩ চুক্তি : পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে ৩৩টি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে ৩৩টি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব চুক্তি/সমঝোতা স্মারকের বেশির ভাগই বর্ডার-হাট স্থাপন, তথ্য ও সস্প্রচার, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ভূ-ত্বাত্তিক বিজ্ঞান, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা জানান মন্ত্রী। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহিদুল হক উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, ‘সফরকালে প্রধানমন্ত্রী ভারতের প্রচলিত প্রথা অনুযায়ী রাষ্ট্রীয় অনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করবেন। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে অতিথি ভবন হায়দ্রাবাদ হাউজে। সেই বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক সম্পর্কের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।’

মন্ত্রী বলেন, ‘বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি যেমন- দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ-জ্বালানি খাতে ব্যারেজ নির্মাণ, অভিন্ন নদীর পানি বণ্টন, নদীর অববাহিকা ভিত্তিক পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মাদক-চোরাচালান ও মানবপাচার রোধ অধিক গুরুত্ব পাবে।’

প্রধানমন্ত্রীর এবারের ভরত সফরে তিস্তা চুক্তির সম্ভাবনা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারতের সাথে আমাদের একটি গভীর সম্পর্ক হয়েছে। যেখানে দুই একটি চুক্তি হলো কি হলো না সেটা বড় বিষয় না। ভারতের সাথে যা চুক্তি হবে সব প্রকাশ করা হবে। কোন কিছুই গোপন থাকবে না।’



মন্তব্য চালু নেই