চবি উপাচার্য’কে ৭ দিনের আল্টিমেটাম
সাফাত জামিল শুভ, চবি প্রতিনিধি : সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মৌলবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এবং শনিবার দুপুর ১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্ত্বরে মানববন্ধন করেছে চবি ছাত্রলীগ।সিনিয়র সহ-সভাপতি মোঃ মনসুর আলম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজন-এর সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, “সেই ১৯৫২ থেকে শুরু করে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রতিটা আন্দোলন, সংগ্রামে ছাত্রলীগের রক্ত মিশে আছে। তারই ধারাবাহিকতায়, সর্বশেষ, সিলেটে জঙ্গিদমন অভিযানে প্রাণ হারান সুরমা উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক জান্নাতুল ফাহিম।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহল থেকে খালেদা জিয়া ও সমাজবিজ্ঞান অনুষদ থেকে ড. মুহম্মদ ইউনুস এর নাম মুছে ফেলার এর দাবীতে চবি উপাচার্য বরাবর সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায়, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিজ দায়িত্বে এইসব নাম মুছে দিবে বলে হুঁশিয়ারী দেন বক্তারা।
উল্লেখ্য চবি জিমনেশিয়াম, ছাত্রী হল, সমাজবিজ্ঞান অনুষদের নামকরণ যথাক্রমে শহীদ শেখ কামাল, শহীদজননী জাহানারা ইমাম এবং ধীরেন্দ্রনাথ দত্ত’র নামানুসারে করার প্রস্তাবনা দিয়েছে চবি ছাত্রলীগ।
আগামী ৪ই এপ্রিল, সারাদেশ ব্যাপী জঙ্গিদের অপতৎপরতা এবং জঙ্গিবাদ রুখতে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক “গনস্বাক্ষর” কর্মসূচীর ঘোষণা দেওয়ার মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য চালু নেই